একে শীত, তার সঙ্গে ঝিরিঝিরি বৃষ্টি। দুইয়ের চাপে দক্ষিণবঙ্গের মানুষ শীতে জবুথবু। মঙ্গলবারের তুলনায় বুধবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা অনেকটাই বেড়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
তবে, বৃষ্টির পরিমাণ কমে গেলেই জাঁকিয়ে ঠাণ্ডা পড়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। বুধবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২১ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, সর্বনিম্ন প্রায় ১৫ ডিগ্রি সেলসিয়াস।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে যে, বৃহস্পতিবার থেকে ধীরে ধীরে আকাশ পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, বৃষ্টি আর প্রায় হবে না বললেই চলে।
আকাশ পরিষ্কার হয়ে যাওয়ার ফলে আগামী কয়েক দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় হাড়হিম ঠান্ডা বহাল থাকবে।
আগামী ২ দিনে রাতের তাপমাত্রা ২-৪ ডিগ্রি করে কমার সম্ভাবনা রয়েছে, ভোরের দিকে কোথাও কোথাও গাঢ় কুয়াশা হতে পারে।
তবে, উত্তরবঙ্গের জেলাগুলিতে আপাতত তাপমাত্রার খুব একটা হেরফের হবে না বলেই জানিয়েছে আবহাওয়া দফতর।
উত্তরের জেলাগুলিতে ভোরের দিকে কোথাও কোথাও ঘন কুয়াশা থাকতে পারে।
দার্জিলিঙ জেলায় সামান্য বৃষ্টি হওয়ার সম্ভাবনা জারি করেছে হাওয়া অফিস। কালিম্পঙেও বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে।