দার্জিলিং-এর সঙ্গে কার্শিয়াং, কালিম্পিং-এর সঙ্গে তাপমাত্রা বাড়ছে সিকিমেও। গত কয়েক দিন ধরেই পাহাড়ের তাপমাত্রার পারদ চড়ছিল
শুধু সমতল নয়, পাহাড়েও তাপমাত্রা হুহু করে বাড়ছে। শরৎকালে পাহাড় থেকে উধাও হিমের পরশ। সকালবেলা কিছুটা শীত শীত ভাব থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গলদঘর্ম অবস্থা দার্জিলিং-এ। ৩০ বছরে সেপ্টেম্বরে রেকর্ড গরম পাহাড়ে। রবিবার দার্জিলিং-এর তাপমাত্রা ছিল ২৮ ডিগ্রি সেলসিয়াস। এদিন তাপমাত্রা ২৮ ডিগ্রির আশেপাশে রয়েছে।
তবে শুধু দার্জিলিং নয়, কার্শিয়াং, কালিম্পিং-এর সঙ্গে তাপমাত্রা বাড়ছে সিকিমেও। গত কয়েক দিন ধরেই পাহাড়ের তাপমাত্রার পারদ চড়ছিল। দার্জিলিং-সহ আশপাশের এলাকায় তাপমাত্রা ছিল ২৫ ডিগ্রি সেলসিয়াস। রবিবার থেকে সবমাত্রা ছাড়িয়ে যায় তাপমাত্রার পারদ। ভ্যাপসা গরমে দার্জিলিং-এর সাধারণ মানুষের মত অতিষ্ট হয়ে উঠেছে পর্যটকরা। স্থানীয়দের মধ্যে এসি ও ফ্যান কেনার ধুপ পড়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পর্যটকদের ভরসা রাখতে হচ্ছে ছাতার ওপর। সাধারণত এই সময় দার্জিলিং সহ পাহাড়ের শীত শুরু হয়ে যায়। তাপমাত্রা ১৫-১৮ ডিগ্রি সেলসিয়াস থাকে। কিন্তু এবার তাপমাত্রা দ্বিগুণ। প্রবল গরমের কারণে পর্যটকরা দুপুরের ভ্রমণ বন্ধ রেখেছে। হোটেল বন্দি হয়েই কাটাতে হচ্ছে। দুপুরের ম্যাল ছিল প্রায় ফাঁকা।
জলপাইগুড়ি, শিলিগুড়ির তাপমাত্রাও বাড়ছে। এদিন শিলিগুড়ির সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ৭.৯ ডিগ্রি বেসি। রাতের তাপমাত্রাও স্বাভাবিকের তুলনায় বেশি থাকবে।
আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী বুধবার থেকে পাহাড়ে বৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যু্ৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বঙ্গোপসাগরে জোড়া ঘূর্ণাবর্ত রয়েছে। যা আজ , সোমবার নিম্নচাপে পরিণত হতে পারে বলেও পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।