এবার বন্যার কবলে পড়তে চলেছে মুর্শিদাবাদের বহরমপুর ব্লকও। বাবলা নদীর বাঁধ ভেঙে যাওয়ায় বহরমপুর ব্লকের একাধিক গ্রাম এবং চাষের জমি প্লাবিত হয়েছে।
এবার বন্যার কবলে পড়তে চলেছে মুর্শিদাবাদের বহরমপুর ব্লকও। বাবলা নদীর বাঁধ ভেঙে যাওয়ায় বহরমপুর ব্লকের একাধিক গ্রাম এবং চাষের জমি প্লাবিত হয়েছে। ইতিমধ্যে চারটি গ্রাম থেকে ১৫টি পরিবারকে ত্রাণ শিবিরে সরিয়ে আনা হয়েছে। স্থানীয়দের আশঙ্কা যে ভাবে নদীর জল ঢুকছে তাতে ২০০০ সালের বন্যার মত পরিস্থিতি সৃষ্টি করতে পারে।