স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে বেসরকারি হাসপাতালের আপত্তি এবং রোগীদের হয়রানি রুখতে কড়া পদক্ষেপ নিল রাজ্য সরকার। স্বাস্থ্য কমিশন ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের আওতায় থাকা রোগীদের ফেরানো যাবে না, স্পষ্ট বার্তা দিল সরকার।
স্বাস্থ্যসাথী নিয়ে হাজার হাজার মানুষের অভিযোগ বহু পুরনো। বহু নামি হাসপাতালে এই কার্ডে চিকিৎসা করা হয় না।
স্বাস্থ্যসাথী কার্ডের আওতায় চিকিৎসা করতে বহু বেসরকারি হাসপাতালের প্রবল আপত্তি আছে। এই নিয়ে এবার কড়া হল রাজ্য।
সদ্য ৪৭টি বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমের সঙ্গে বৈঠকে বসেছে রাজ্য স্বাস্থ্য কমিশন।
সেই বৈঠকে বহু বেসরকারি হাসপাতাল জানিয়েছে, বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমের খরচের সীমা বেঁধে দেওয়া উচিত।
স্বাস্থ্য কমিশন জানিয়েছে, এই নিয়ে উচ্চস্তরেও ভাবনাচিন্তা চলছে। পরীক্ষামূলক ভাবে ওষুধ, শারীরিক পরীক্ষা-নিরীক্ষা, চিকিৎসা সামগ্রীর দাম নিয়ে বিবেচনা চলছে।
এদিকে আবার স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে বড় সিদ্ধান্ত নিল সরকার। নয়া নির্দেশ জারি হতে চলেছে। সদ্য প্রাথমিক ভাবে জানিয়ে দেওয়া হল বিশেষ সিদ্ধান্ত।
সকল বেসরকারি হাসপাতালকে স্পষ্ট জানিয়ে দিয়েছে, কোনওভাবেই স্বাস্থ্য কমিশন ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের আওতায় থাকা রোগীদের ফেরানো যাবে না।
দাবি উঠেছে, ১০ শতাংশ স্বাস্থ্যসাথীর জন্য সংরক্ষণের। ক্ষেত্রে বিশেষে রোগীর পরিবার যদি হাসপাতালের বাইরে থেকে ওষুধ কিনতে চায় তাহলে তা ভেবে দেখতে হবে।
সদ্য় নিউটাউনে রাজ্যের বেসরকারি হাসপাতালের সঙ্গে বৈঠক হয় স্বাস্থ্য কমিশনের।
স্বাস্থ্যসাথী কার্ড থেকে ওষুধের দাম- সব নিয়ে নেওয়া হচ্ছে নয়া সিদ্ধান্ত।