পুজোর মুখে আবহাওয়ার মুখ ভার। এখানেই শেষ নয়। বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্তের জেরে আপাতত শনিবার পর্যন্ত বৃষ্টি চলবে বলেই জানিয়েছে আলিপুর হাওয়া অফিস।
Saborni Mitra | Published : Oct 3, 2024 10:32 AM IST
আশ্বিনে অস্বস্তি
আশ্বিনে অস্বস্তিকর আবহাওয়া। কখনও মুষলধারায় বৃষ্টি, কখনও আবার ভ্য়াপসা গরম। সবমিলিয়ে পুজোর মুখে অস্বস্তি কমছে না। রোদ ঝলমলে শরৎকাল উদাও।
বঙ্গোপসাগরে নিম্নচাপ
পুজোর মুখেই বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ। যার জেরে নতুন করে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। মৎস্যজীবীদেরও সমুদ্রে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে আলিপুর হাওয়া অফিস।
নিম্নচাপের অবস্থান
আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী বাংলাদেশ সংলগ্ন বঙ্গোপসাগর উপকূলে শুক্রবার নিম্নচাপ তৈরি হওয়ার পূর্বাভাস দিয়েছে। যার কারণে গোটা রাজ্যেই প্রচুর বৃষ্টি হবে।
উত্তরবঙ্গে বৃষ্টি
আলিপুর হওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী উত্তরবঙ্গে শনিবার পর্যন্ত ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ভারী বৃষ্টি হতে পারে পাহাড়ে।