ত্রয়োদশী তিথিতে পালন করুন প্রদোষ ব্রত (Pradosh Vrat)। এই রীতি সূর্যাস্তের দু ঘন্টা পর রাখতে হয়। পঞ্জিকা (Panjika) অনুসারে আজ, বিকেল ৫.২৭ মিনিটে এই তিথি শুরু হচ্ছে। থাকবে সন্ধ্যা ৮.০৭ পর্যন্ত। জেনে নিন, এই বিশেষ তিথিতে (Tithi) কীভাবে পালন করবেন প্রদোষ ব্রত।