মোহরা ছবির টিপ টিপ বরসা পানি নব্বই দশকের অন্যতম জনপ্রিয় গানের মধ্যে একটি। রবীনা টন্ডন এবং অক্ষয় কুমারের ঘনিষ্ঠ রসায়নে ভরা এই গান বুকের ধুকপুকানি বাড়িয়েছিল দর্শকের। সেই সময় রবীনা এবং অক্ষয়ের ব্যক্তিগত সম্পর্কের খবরও তুঙ্গে। এই ধরনের খবরে শোরগোল পড়লেও সম্প্রতি গানের শ্যুটিং নিয়ে নানা তথ্য প্রকাশ্যে এনেছেন রবীনা, যা শুনে চোখ কপালে উঠেছে সিনেপ্রেমীদের। মোহরার এই টিপ টিপ বরসা পানি নিয়ে মুখ খুললেন রবীনা টন্ডন। ঋতুস্রাব নিয়ে গানের শ্যুটিং করেছিলেন অভিনেত্রী। এছাড়া নানা শারীরিক অসুস্থতা ছিল রবীনার।