• All
  • 4508 NEWS
  • 405 PHOTOS
  • 192 VIDEOS
5105 Stories by amartya lahiri

১০ বছর পুরুষ সেজে ধোকা দিয়েছিলেন তালিবানদের - নাদিয়ার কাহিনি হার মানায় রূপকথাকেও, দেখুন

Aug 24 2021, 11:07 PM IST

ধরা পড়লে মৃত্যুদণ্ড কেউ ঠেকাতে পারত না। কী করেননি তিনি? বোরখা ছাড়া বের হওয়া, মহিলা হয়ে পুরুষ সঙ্গী ছাড়া বাইরে বের হওয়া, পড়াশোনা করা, কোরান পাঠ, কাজ করা - তালিবানদের চোখে যা যা ভয়ঙ্কর অপরাধ, তার সবকটিই করেছিলেন নাদিয়া। পুরো নাম নাদিয়া গুলাম দস্তগীর। ১০ বছর ধরে এই অসম সাহসী আফগান নারী, পুরুষ সেজে ধোঁকা দিয়েছিলেন কট্টরপন্থী তালিবানদের। সারা বিশ্ব তাঁর কথা প্রথম জানতে পেরেছিল ২০১০ সালে। ওই প্রথম অন্য দেশে পালিয়ে গিয়ে নিজের মহিলা পরিচয় সামনে এনেছিলেন নাদিয়া। জেনে নেওয়া যাক, তাঁর দুঃসাহসিক তথা ব্যতিক্রমী জীবনের কাহিনি - 
 

'পাকিস্তানই ট্রেনিং দিচ্ছে তালিবানদের' - দেশ ছেড়েই বিস্ফোরক আফগান মহিলা পপ তারকা, দেখুন

Aug 24 2021, 04:48 PM IST

আফগানিস্তানের সবচেয়ে বড় এবং সবচেয়ে জনপ্রিয় মহিলা পপ তারকা আরিয়ানা সঈদ। যুদ্ধবিধ্বস্ত দেশে ৩৬ বছরের জীবনে তিনি বহু ট্যাবু ভেঙেছেন। কাজেই, তালিবানদের অন্যতম নিশানা ছিলেন তিনি। তবে, তালিবানরা কাবুল শহর দখল করার পর, গত সপ্তাহের বৃহস্পতিবার, অর্থাৎ, ১৯ অগাস্ট,  তিনি দেশ ছেড়ে কাতারের দোহা হয়ে তুরস্কে পালিয়ে গিয়েছেন। সেই সময়ই তিনি বলেছিলেন, অবিশ্বাস  এবং ধাক্কার জগত থেকে স্বাভাবিক অবস্থায় ফিরে আসার পর, তিনি অনেক গল্প শেয়ার করবেন। মঙ্গলবার সংবাদ সংস্থা এআই-কে দেওয়া এক সাক্ষাতকারে এই আফগান মহিলা পপ তারকা আফগানিস্তানে তালিবানদের পুনরুত্থানের জন্য সরাসরি পাকিস্তানকেই দায়ি করলেন, সেইসঙ্গে আমেরিকা, আন্তর্জাতিক সম্প্রদায়, ভারত - মুখ খুললেন অনেক বিষয়ে - 
 

Afghanistan - কেতার ফ্যাশনে জবাব নেই তালিবানদের, ২০ বছরে কতটা বদলেছে, দেখুন ছবিতে ছবিতে

Aug 21 2021, 08:22 PM IST

অনেকেই বলছেন তালিবান ২.০। এতটাই নাকি বদলে গিয়েছে তালিবানরা। যেভাবে তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিত নিজেদের উপস্থিতি জানান দিচ্ছে, মহিলাদের সম্মান দেওয়ার কথা বলছে, চরমপন্থা চেড়ে মধ্যপন্থী ভাবমূর্তি তুলে ধরার চেষ্টা করছে, মুখপাত্রদের মারফৎ তাতে অনেকেই বলছেন সত্য়িই বদলে গিয়েছে তালিবানরা। আবার যেসব আফগান বিমানের চাকায় চড়ে হলেও দেশ ছেড়ে পালাচ্ছেন, যারা আগেই পালাতে বাধ্য হয়েছেন, তারা বলছেন, তালিবানদের কথায় ভুলো না। ওরা একটুও পাল্টায়নি, পাল্টাতে পারে না। দেখা যাক গত ২০ বছরে ঠিক কতটা পাল্টেছে চরমপন্থী সংগঠনটি, নাকি আদৌ পাল্টায়নি?
 

Top Stories