• All
  • 4508 NEWS
  • 405 PHOTOS
  • 192 VIDEOS
5105 Stories by amartya lahiri

বাজেট ২০২০, মোদী সরকারের কাছ থেকে সাধারণ মানুষ কী কী আশা করছে

Jan 23 2020, 03:02 PM IST

কেন্দ্রীয় সরকার না মানলেও বিভিন্ন আন্তর্জাতিক আর্থিক সংস্থা ও পর্যবেক্ষকরা সাফ জানিয়েছেন ভারতের অর্থনীতির হাল মোটেও ভালো নয়। অর্থনীতির ধারাবাহিক মন্দার পাশাপাশি চাহিদার সংকট যুক্ত হয়ে ভারতের জিডিপি আপাতত গত ছয় বছরের মধ্যে সবচেয়ে নীচে নেমে গিয়েছে। এই অবস্থায় ১ ফেব্রুয়ারি কেন্দ্রীয় বাজেট পেশ করতে চলেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। শিল্প পর্যবেক্ষকরা বলছেন এই বছরের কেন্দ্রীয় বাজেটই সরকারের পক্ষে সবচেয়ে চ্যালেঞ্জিং কারণ অর্থনৈতিক বৃদ্ধিকে উন্নত করার লক্ষ্যের সঙ্গে জনসাধারণের প্রত্যাশাকেও মাথায় রাখতে হচ্ছে সরকারকে। দেখে নেওয়া যাক, মোদী সরকারের ২০২০ সালের বাজেটে সাধারণ মানুষ কী কী আশা করছেন -

 

Top Stories