রবিবার সারা দেশে মহা উৎসাহে পালিত হচ্ছে ৭১তম প্রজাতন্ত্র দিবস। প্রতি বছরের মতো নয়া দিল্লির রাজপথে হয় সরকারের মূল উদযাপন অনুষ্ঠানটি। ভারতীয় সেনাবাহিনীর বিভিন্ন বাহিনীর কুচকাওয়াজ, বায়ুসেনার করত, সাংস্কৃতিক বিভিন্ন অনুষ্ঠানের পাশাপাশি অন্যতম আকর্ষণ ছিল ছয়টি কেন্দ্রীয় মন্ত্রক, ১৬ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ট্যাবলো প্রদর্শনী। পশ্চিমবঙ্গ, কেরল-এর মতো রাজ্যগুলিকে সুযোগ না দেওয়া নিয়ে হিতর্কের মধ্যেই মোট ২২টি ট্যাবলো অংশ নিল প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে। দেখে নেওয়া যাক কোন রাজ্যের ট্যাবলোর কী বিষয় ছিল।
কুচকাওয়াজের নেতৃত্ব দিলেন লিউট্যানেন্ট জেনারেল অসিত মিস্ত্রি।
৭১তম প্রজাতন্ত্র দিবসের প্য়ারেডে তিনিই হলেন কমান্ডার।
সেকেন্ড ইন কমান্ড হলেন মেজর জেনারেল অলোক কাকের।
আর কী কী হল নয়াদিল্লির রাজপথ-এ?