এখনও দেশের মোট আত্মঘাতি মানুষের ৭.৭ শতাংশই এখনও কৃষক বা খেতমজুর। তাঁদের মধ্যে পুরুষের সংখ্যাটাই বেশি। তবে বেশ কিছু নারীও রয়েছেন। তাঁদের সংখ্যাটার অনুপাতটা কত? ভারতে মোট আত্মঘাতি মানুষের সংখ্যাটাই বা কত? কোন রাজ্যে আত্মহত্যার ঘটনা সবচেয়ে বেশি? কী তথ্য দিল এনসিআরবি? দেখুন।