• All
  • 4508 NEWS
  • 405 PHOTOS
  • 192 VIDEOS
5105 Stories by amartya lahiri

২০১৯ থেকে একের পর এক সাইক্লোন - বুলবুল থেকে যশ - কতগুলি ঘূর্ণিঝড়ের মোকাবিলা করেছে ভারত

May 28 2021, 12:00 AM IST

একদিন আগেই ওড়িশা ও পশ্চিমবঙ্গের উপকূলীয় জেলাগুলিতে ধ্বংসলীলা চালিয়েছে ঘূর্ণিঝড় যশ (Cyclone Yaas)। গত সপ্তাহেই ভারতের পশ্চিম উপকূলের বেশ কয়েকটি রাজ্যে একইরকম ধ্বংসের ছবি দেখা গিয়েছিল। সেখানে ঘাতক ছিল ঘূর্ণিঝড় তাউতে (Cyclone Tauktae)।  গত বছর প্রায় একই সময় বঙ্গোপসাগরে তৈরি হয়েছিল ভয়ঙ্কর ঘূর্ণিঝড় আমফান। তার ভয়াবহ স্মৃতি এখনও বঙ্গবাসীর মনে টাটকা। বস্তুত ক্রমেই ভারতে ঘুর্ণিঝড়ের সংখ্যা বাড়ছে। ২০১৯ সাল ছিল সবথেকে বেশি ঘূর্ণিঝড়ের বছর। ২০২০ সালও কম যায়নি, এবং ২০২১-এর প্রবণতাও ভালো নয়। এই কয়েক বছরে মোট কতগুলো ঘূর্ণিঝড়ের মোকাবিলা করেছে ভারত? দেখুন -

 

Top Stories