• All
  • 19661 NEWS
  • 1674 PHOTOS
  • 303 VIDEOS
21638 Stories by Asianet News Bangla

Coronavirus LIVE, দেশে আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৬ হাজারা ছাড়াল, বিশ্বে সংক্রমণের শিকার প্রায় ৫০ লক্ষ

May 20 2020, 07:57 AM IST

ক্রমেই উদ্বেগ বাড়াচ্ছে  বিশ্বের  করোনা পরিস্থিতি, গোটা দুনিয়ায়  আক্রান্তের সংখ্যা ৪৯ লক্ষ থেকে দ্রুত ৫০  লক্ষের দিকে ছুটছে। এখনও পর্যন্ত মারণ ভাইরাস প্রাণ কেড়েছে ৩ লক্ষ ৪  হাজারেরও বেশি মানুষের। তবে এর মধ্যেই আশার খবর, মারণ করোনাকে সারিয়ে সুস্থ হয়েছেন প্রায় ২০  লক্ষ মানুষ। এদিকে ভারতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ১ লক্ষ ৬ হাজারে পৌঁছে গেল। এর মধ্যে কেবল মহারাষ্ট্রেই আক্রান্তের সংখ্যা ৩৭ হাজারের বেশি। ভারতে ও বিশ্বব্যপী এই মহামারী সংক্রান্ত সর্বশেষ খবরাখবর জানতে চোখ রাখুন এখানে - 

Top Stories