করোনা ভাইরাসের আতঙ্কে এখন কাঁপছে গোটা বিশ্ব। প্রাণঘাতী এই ভাইরাস চিন ছাড়িয়ে বিশ্বের অন্যান্য় দেশেও হু হু করে ছড়িয়ে পড়ছে। এখনও পর্যন্ত পৃথিবীর ৭০ টি দেশে করোনা সংক্রমণের খবর পাওয়া গেছে। ইরান,ইতালি, জাপান, দক্ষিণ কোরিয়াতেও দ্রুত ছড়াচ্ছে সংক্রমণ। ভারতেও দ্রুত বাড়ছে করোনা রোগীর সংখ্যা। আফ্রিকার সবচেয়ে জনবহুল দেশ নাইজেরিয়া সহ অন্তত ১০টি দেশে ভাইরাস আক্রান্তের সন্ধান পাওয়া গেছে। পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু। মারণ ভাইরাস বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ার আশঙ্কায় সর্বোচ্চ সতর্কতা জারি করেছে হু।