• All
  • 19661 NEWS
  • 1674 PHOTOS
  • 303 VIDEOS
21638 Stories by Asianet News Bangla
01:18

শীত বিদায়ের প্রস্তুতি শুরু, কলকাতায় দিনে ফিরছে গরম

Jan 16 2020, 05:13 PM IST

কার্যত শীত বিদায়ের প্রস্তুতি। কলকাতায় দিনের বেলাও উধাও হবে শীত, লাগবে গরম। সকাল আর সন্ধ্যেতে থাকবে হালকা শীতের আমেজ। যদিও এরই মাঝে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই বৃষ্টি  চলবে রবিবার পর্যন্ত। দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে শুক্র-শনিবার এই হাল্কা বৃষ্টি হবে। রবিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের ও পশ্চিমের জেলাগুলিতে। বাঁকুড়া, পুরুলিয়া, দুই বর্ধমান, বীরভূম, পশ্চিম মেদিনীপুরে বৃষ্টির সম্ভাবনা। তবে বৃষ্টির পরিমাণ থাকবে খুবই কম। আগামী ২৪ ঘণ্টায় হালকা থেকে মাঝারি কুয়াশা ছড়িয়ে পড়বে দক্ষিণবঙ্গে। আগামী কয়েকদিনে বাড়বে দিনের তাপমাত্রা। রাতের তাপমাত্রা একই থাকার সম্ভাবনা রয়েছে। এমনই জানিয়েছন আলিপুর আবহাওয়া দফতরের ডিডিজিএম সঞ্জীব বন্দ্যোপাধ্যায়। 

Top Stories