কর্ণাটকে এই মুহূর্তে চলছে উপনির্বাচনের গণনা। মোট ১৫টি বিধানসভা আসনে হওয়া উপনির্বাচনে এই গণনা চলছে। কর্ণাটকে বিজেপি সরকারের ভাগ্য নির্ধার্ণে এই উপনির্বাচন অতি গুরুত্বপূর্ণ। এখন পর্যন্ত গণনার যা ট্রেন্ড তাতে এগিয়ে রয়েছে বিজেপি। যে ১৫টি বিধানসভা আসনে হওয়া উপনির্বাচনে গণনা চলছে, তার ১২টি আসন ছিল কংগ্রেসের দখলে। এছাড়া বাকি তিনটি আসন ছিল জেডিএস-এর দখলে। কিন্তু, কর্ণাটকে কংগ্রেস ও জেডিএস-এর জোট সরকার থেকে মোট ১৭জন বিধায়ক বেরিয়ে আসেন এবং এদের মধ্যে ১৫ জন বিধায়কের পদ খারিজ হয়ে যায়। এর জেরে কংগ্রেস-জেডিএস সরকার ভেঙে যায়। সেই স্থানে নতুন করে সরকার তৈরি করে বিজেপি। এরপরই, বিধায়কপদ খারিজ হওয়া ১৫টি বিধানসভা আসনে উপনির্বাচন নিশ্চিত হয়ে পড়েছিল। কর্ণাটকে বিজেপি সরকার টিকিয়ে রাখতে এই ১৫টি বিধানসভা আসনের উপনির্বাচনের ফল অতি গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।