বাস্তু (Vastu Shastra) মতে ঘরসজ্জা করলে গৃহের দোষ কেটে যায়, সংসারে অশান্তি হয় না আর বজায় থাকে সকলের সুস্বাস্থ্য। শুধু তাই নয়, এমন অনেক জিনিস আছে যা রাখতে বাড়িতে বাস্তুদোষ তৈরি হয়। বিশেষ করে রান্না ঘরে। জেনে নিন, কোন কোন জিনিস বাস্তু দোষ তৈরি করতে পারে রান্না ঘরে।