সুশান্তের মৃত্যুর পরই নেট দুনিয়ায় উঠে এলো সেই একই লুক, একই হাসি। তবে না সুশান্তকে ফিরে পাওয়া নয়, মুহূর্তে তাঁর মুখেই খুঁজে ফেরা প্রয়াত অভিনেতাকে। তিনি হলেন সচিন তিওয়ারি। সুশান্তের মুখ এক কথায় যেন কেটে বসান। একের পর এর তাঁর ভিডিও, ছবি ভাইরাল হতে থাকে নেট-দুনিয়ায়। ভক্তদের হাতে হাতে ছড়িয়ে পড়তে থাকা এই ব্যক্তিই এবার বড়পর্দায়। ধরা দেবেন সুশান্ত হয়েই।