২০১৮-১৯ অর্থবর্ষে শিক্ষাখাতে বরাদ্দ ডিজিপি-র পরিমান ছিল ২ থেকে ৩ শতাংশ। সেই পরিমানটাই চলতি অর্থবর্ষে ৬ শতাংশ পর্যন্ত করায় আশাবাদী বিশেষজ্ঞ মহল। ডিজিটালাইজেশনের যুগে তরুণ প্রজন্মকে আরও বেশি ডিজিটালাইজড করে তুলতে হবে যাতে ভবিষ্যতে তাঁদের উপার্জনের পথ মসৃণ হয়। স্কিলিং, রিস্কিলিং এবং আপ স্কিলিংকেও বিশেষভাবে গুরুত্ব দেওয়া উচিৎ।