কাঁথি-র দুর্মুঠের কাছে ভয়াবহ দুর্ঘটনা। ট্রাককে পাশ কাটাতে গিয়ে বাসের সঙ্গে অটোর ধাক্কা। পুলিশের ভয়ে পালাতে গিয়েই ঘটে দুর্ঘটনা। দুর্ঘটনায় আহত চারজন এবং মৃত ২।
৪ মার্চ ১৮৭ তম জন্মতিথি পালিত হচ্ছে বেলুড় মঠে। বেলুড় মঠ-এ রামকৃষ্ণ দেবের জন্মতিথি পালন হচ্ছে। ভোর ৪ ঘটিকায় মঙ্গলারতির মাধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর বেদপাঠ এবং স্তব গান গাওয়া হয়। রামকৃষ্ণ দেবের বিশেষ পুজো ও হোম সম্পন্নও হয়। হোমের পরে গীতি আলেখ্য পাঠ করেন মঠের সন্ন্যাসীরা। সারাদিন রয়েছে আরও নানান অনুষ্ঠান।
বারাণসীতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিক্ষোভ দেখানো হয়। তারই প্রতিবাদে চলছে জেলায় জেলায় চলছে ধিক্কার মিছিল। বৃহস্পতিবার একাধিক জায়গায় ধিক্কার মিছিল হয়। শুক্রবার সকালেও দেখা গেল সেই একই ছবি। জীবনতলার সদানন্দের মোড় থেকে শুরু হয় মিছিল। ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার নেতৃত্বে এই মিছিল হয়।
একে একে ইউক্রেন থেকে দেশে ফিরছেন ভারতীয়রা। আতঙ্ক কাটিয়ে অবেশেষে ঘরে ফিরছেন ভারতীয়রা। ইউক্রেন থেকে ফিরলেন পিন্টু কুমার পাসোয়ান। পুরুলিয়ার শালতোড়ের বাসিন্দা পিন্টু কুমার পাসোয়ান। বৃহস্পতিবার রাতে পুরুলিয়ায় ফিরেছেন পিন্টু। বাড়ি ফিরতেই ফুলের মালা পরিয়ে পুন্টুকে বরণ করা হয়।
ইতিমধ্যেই ইউক্রেন থেকে বহু পড়ুয়া দেশে ফিরেছে। ইউক্রেন থেকে আগত পড়ুয়াদের সঙ্গে দেখা করলেন মোদী। 'বাড়িতে ফিরার আশাই ছেড়ে দিয়েছিলাম', জানালেন এক পড়ুয়া। ভারত সরকারকে অসংখ্য ধন্যবাদ জানালেন এক পড়ুয়া।
বারাণসীতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অখিলেশ যাদবের হয়ে প্রচার করতেই সেখানে গিয়েছেন মমতা। বৃহস্পতিবারই উত্তরপ্রদেশে ছিল ষষ্ঠ দফার ভোট। এদিনই বারাণসীতে সভা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের। বারাণসীর সভা থেকেই যোগীকে তীব্র ভাষায় আক্রমণ মমতার। অখিলেশের হাত শক্ত করারও ডাক দিলেন মমতা।
ভোটের ফলাফল ঘোষণার পরই অশান্তি ভাটপাড়ায়। তৃণমূলের পার্টি অফিস ভাঙচুর। ভাটপাড়া পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের ঘটনা। ভেঙে দেওয়া হয় অফিসের ভিতরে থাকা চেয়ার, টেবিল। সিসিটিভিতে ধরা পড়েছে ঘটনার মুহূর্তের ভিডিও। জগদ্দল থানায় ঘটনার অভিযোগ দায়ের হয়।
সহচরীর সঙ্গে সমরেশের সম্পর্ক একেবারেই ভালো নয়। আয় তবে সহচরী ধারাবাহিক এমনটাই দেখা যাচ্ছে। স্ত্রী থাকতেও অন্য মহিলার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন সমরেশ। ধারাবাহিকের মধ্যে দিয়ে পরকীয়া সম্পর্ক উঠে আসছে।
বৃহস্পতিবার সকালেই কলকাতায় আনা হয় বাপ্পি লাহিড়ির অস্থি। কলকাতায় এসেছেন প্রয়াত সঙ্গীতশিল্পীর স্ত্রী এবং পুত্র। বাপ্পি লাহিড়ির পরিবারের অন্যান্য সদস্যরাও এসেছেন কলকাতায়। আউট্রাম ঘাটে বাপ্পি লাহিড়ির অস্থি বিসর্জন দেওয়া হয়। সুসজ্জিত গাড়িতে করে নিয়ে যাওয়া হয় তাঁর অস্থি। তাঁদের পরিবারের সঙ্গে ছিলেন দমকলমন্ত্রী সুজিত বসু।
এসএসসি চাকরিপ্রার্থীদের নবান্ন অভিযান। চাকরির দাবিতে নবান্ন অভিযান ঘিরে ধুন্ধমার কলেজস্ট্রিটে। ৩০০ জন বিক্ষোভকারী একসঙ্গে বিক্ষোভ দেখান। পুলিশ এই অভিযানে বাধা দিলে শুরু হয় ধস্তাধস্তি। সেখান থেকে ৩০ জনকে আটক করে পুলিশ।