ভাটপাড়ায় তৃণমূলের পার্টি অফিস ভাঙচুর, সিসিটিভি-তে ধরা পড়ল ঘটনার মুহূর্তের ভিডিও
ভোটের ফলাফল ঘোষণার পরই অশান্তি ভাটপাড়ায়। তৃণমূলের পার্টি অফিস ভাঙচুর। ভাটপাড়া পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের ঘটনা। ভেঙে দেওয়া হয় অফিসের ভিতরে থাকা চেয়ার, টেবিল। সিসিটিভিতে ধরা পড়েছে ঘটনার মুহূর্তের ভিডিও। জগদ্দল থানায় ঘটনার অভিযোগ দায়ের হয়।
ভোটের ফলাফল ঘোষণার পরই একাধিক জায়গায় অশান্তির ছবি উঠে আসছে। এবার তেমনই ছবি উঠে এল ভাটপাড়ায়। ভোটের ফলাফল ঘোষণার পরই অশান্তি ভাটপাড়ায়, ভাঙ্গা হল তৃণমূলের পার্টি অফিস। ভাটপাড়া পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের গুপ্তার বাগান অঞ্চলের তৃণমূল পার্টি অফিসে হামলা। ভেঙে দেওয়া হল অফিসের ভেতরে থাকা চেয়ার, টেবিল। এছাড়াও ছিড়ে দেওয়া হয় ফ্লেক্স। অভিযোগ দুষ্কৃতীদের দিকে। জগদ্দল থানায় অভিযোগ দায়ের করা হলেও এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি বলেই জানা যাচ্ছে। প্রসঙ্গত, সারা বছরই প্রায় অশান্তির ছবি উঠে আসে ভাটপাড়ায়। সেখানেই আবারও অশান্তির ছবি ধরা পড়ল। বুধবার তণমূলের জয়ের আনন্দে যখন মেতেছে গোটা বাংলার মানুষ। তখনই তৃণমূলের পার্টি অফিসে ভাঙচুরের ছবি ধরা পড়ে। কে বা কারা পার্টি অফিসে ভাঙচুর চালিয়েছে তা এখনও জানা যায়নি। তবে কোনও রাজনৈতিক হিংসার কারণে এমনটা হয়নি বলেই জানাচ্ছেন ভাটপাড়ার ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মনোজ কুমার পাণ্ডে।