বক্সা, ডুয়ার্সের বুকে হিমালয় তরাই-এর এক এলাকা। সেখানে আছে জঙ্গল আর পাহাড়ে ঘেরা দুর্গম রাস্তা। বক্সার পাহাড়ে লোকেদের জন্য শুরু হচ্ছে পালকি অ্যাম্বুল্যান্স। এই বিশেষ উদ্যোগ নিয়েছে আলিপুরদুয়ার জেলা প্রশাসন। সহযোগিতায় রয়েছে ফ্যামিলি প্ল্যানিং অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া। ১৫ জানুয়ারি এই পালকিতে করেই হাসপাতালে যায় এক মহিলা।