রাজ্য় তথা দেশজুড়ে চলছে লকডাউন। বসন্তের শেষবেলায় ধীরে ধীরে চড়ছে পারদ। শহর কলকাতায় আজ মেঘমুক্ত আকাশে সূর্যোদয় হয়েছে। শহরের আকাশ সারাদিনই পরিষাকার থাকবে। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। এদিকে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৬-৩৭ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করছে। পাশাপাশি জেলাগুলিতেও চড়ছে তাপমাত্রার পারদ। কলকাতা-সহ পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা আরও বাড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস। তবে, এই সপ্তাহে নতুন করে আরও একটি ঘূর্ণাবর্তও তৈরি হওয়ার সম্ভাবনা দেখা গিয়েছে। যার ফলে বুধবার কলকাতা সহ রাজ্য়ের জেলায় জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।