Sudip Paul

sudip.paul@asianetnews.in
    সিনিয়র সাব-এডিটর হিসাবে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত সুদীপ পাল। ৮ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতায়। নিউজ চ্যানেলে কর্মজীবন শুরু। ২০২০ সালে ডিজিটাল মিডিয়ায় যোগ। ক্রিকেট-ফুটবল নিয়ে কাজ করেন। বাণিজ্য শাখায় স্নাতক ডিগ্রি রয়েছে সুদীপের।
      • All
      • 2801 NEWS
      • 1691 PHOTOS
      • 1 VIDEOS
      4493 Stories by Sudip Paul

      করোনা আতঙ্ককে তুড়ি মেরে উড়িয়ে আজ শুরু বুন্দেশলিগা, পড়ুন ৬ ম্যাচের প্রিভিউ

      May 16 2020, 11:15 AM IST

      করোনা আতঙ্কে কাটিয়ে বিশ্বের অন্যতম বড় ফুটবল লিগ হিসেবে আজ থেকে শুরু হচ্ছে বুন্দেশলিগা। ইউরোপ তথা বিশ্বের পাঁচটি জনপ্রিয় ফুটবল লিগের মধ্যে অন্যতম বুন্দেশলিগা। আজ শুধু জার্মানি বা উইরোপ নয়, গোটা বিশ্বের ফুটবল প্রেমীদের নজর বুন্দেসলিগার উপর। কঠিন পরীক্ষার মুখে বুন্দেশলিগার উপর। তাদের ব্যবস্থাপনার উপর নজর রয়েছে গোটা বিশ্বের। শনিবার মোট ছটি ম্যাচ হতে  চলেছে বুন্দেশলিগায়। যার মধ্যে সব থেকে বড় ম্যাচ  বরুশিয়া ডর্টমুন্ড বনাম এফসি সালকের ডার্বি। এছড়া মুখোমুখি হতে চলেছে আরবি লেইপজিগ বনাম এসসি ফিয়েরবার্গ, হফেনহিয়েম বনাম হেরথা, উলফসবার্গ বনাম অগসবার্গ, ডুসেলডর্ফ বনাম পেডারবর্ন, মনখেনগ্লাব্যাখ বনাম ফ্রাঙ্কফুর্ট। ফাঁকা স্টেডিয়ামে আয়োজিত হবে ম্যাচগুলি, এছাড়াও থাকছে একাধিক নিয়মাবলী। দীর্ঘ কয়েক মাস পর ফের ফুটবলের যাদুতে গা ভাসাতে প্রস্তুত ফুটবলবিশ্ব।
       

      Top Stories