মিড ডে মিল মানেই উঠে আসে হাজার অভিযোগ। অন্তত এরাজ্যে খবরের কাগজের পাতা খুললে এমন ঘটনা চোখে পড়া খুব একটা দুষ্কর ব্যাপার নেয়। কোথাও প্রশ্ন ওঠে মিড ডে মিলের মান নিয়ে আবার কোথাও পড়ুয়ারা ঠিক মত খাবার পাচ্ছে না বলে দাবি করেন পরিজনরা। তবে ছত্তিশগড়রে এর প্রাইভেট স্কুল বদলে দিয়েছে মিড ডে মিলের পুরো ধারণাটাই। সালহির আদিবাসী অধ্যুষিত এলাকায় আদানি বিদ্যা মন্দিরে পড়ুয়াদের জন্য স্কুলে মিড ডে মিল তৈরি করেন তাদের মায়েরাই। স্কুল থেকে অভিভাবকদের নিয়ে তৈরি করা হয়েছে একটি কমিটি। তারাই দোকান, বাজার থেকে চাল, ডাল থেকে সব্জি কিনে আনেন। কৃষির সঙ্গে যুক্ত অভিভাবকদের থেকেই আনাজপাতি কিনে থাকে স্কুল। পড়ুয়াদের যাতে একঘেয়ে না লাগে তার জন্য তাদের পছন্দ অনুযায়ী তৈরি করা হয় খাবার।