রাজ্যে পুনরায় স্কুল খোলার দিনেই মিলল নিখোঁজ ছাত্রের দেহ জয়নগরে। জানা গিয়েছে, বছর এগারোর ওই পঞ্চম শ্রেণীর স্কুল ছাত্রের নাম মীর হোসেন মোল্লা। নাবালক ওই ছাত্রের উপরে কার হিংসা থাকতে পারে, কী কারণে তাঁকে এই নৃশংসভাবে খুন করা হল, কারণ জানতে ইতিমধ্যেই তদন্তে নেমেছে বকুলতলা থানার পুলিশ।