Asianet News Bangla

করোনার কোপ কি দিলীপ কুমারের জীবনে, ট্যুইট করলেন বর্ষীয়ান অভিনেতা

  • করোনার ভয়ে নিজেকে পুরোপুরি দূরে সরালেন বর্ষীয়ান অভিনেতা দিলীপ কুমার।
  • অভিনেতার ট্যুইট জুড়ে শোরগোল পড়ে গিয়েছে নেটদুনিয়ায়। 
  • সায়না বানুর সিদ্ধান্তেই আইসোলেশনে রাখা হয়েছে দিলীপ কুমারকে।  
Dilip Kumar has been completely quarantine due to coronavrius outbreak
Author
Kolkata, First Published Mar 17, 2020, 12:35 PM IST
  • Facebook
  • Twitter
  • Whatsapp

করোনা ভাইরাসে আক্রান্ত বিশ্বের বিভিন্ন জায়গা। ভাইরাসের ভয় মাস্ক, স্যানিটাইজার, ক্রমাগত সাবান দিয়ে হাত দেওয়া, একাধিক সতর্কতা নেওয়া শুরু করেছে দেশবাসী। এরই মাঝে চরম সতর্কতা নিয়ে বসলেন বর্ষীয়ান অভিনেতা দিলীপ কুমার। 

আরও পড়ুনঃবলিউডেও করোনা আতঙ্ক, নিজেকে ঘরবন্দি করলেন মালাইকা

আরও পড়ুনঃকরোনার নিয়ম ভেঙে এ কী করলেন শাহিদ, বি-টাউনে জল্পনা তুঙ্গে

 

 

 

করোনা যেন তাঁকে ছুঁতে না পারে, এমনই জেদ নিয়ে সায়রা বানু দিলীপ কুমারকে পুরোপুরি আইসোলেশনে রাখার সিদ্ধান্ত নেন। দিলীপ কুমারের ট্যুইটার হ্যান্ডেল থেকে দু'টি পোস্ট করা হয়েছে। প্রথম পোস্টে তিনি জানান, "করোনা ভাইরাসের ভয় আমি নিজেকে পুরোপুরি দূরে সরিয়ে রেখেছি। এই ভাইরাস থেকে দূরে রাখার জন্য সায়রা যথাসাধ্য চেষ্টা করে চলেছে।"

আরও পড়ুনঃহলিউডে করোনার থাবা, ভিডিও পোস্ট করলেন ইদ্রিস এলবা

দ্বিতীয়টি পোস্টে নিজের ভক্তদের উদ্দেশ্যে লেখেন, "আমি সকলের কাছে অনুরোধ জানাচ্ছি নিজেদের সুরক্ষিত রাখুন। যতটা সম্ভব বাড়িতে থাকার চেষ্টা করুন। করোনা ভাইরাস দ্রুত পৃথিবীর বিভিন্ন কোনায় ছড়িয়ে পড়ছে। সঠিক তথ্যের বিষয় জেনে সতর্কতা নিন। শরীরে খেয়াল রাখুন।" দিলীপ কুমারের এই পোস্চের পর থেকেই ভক্তদের মধ্যে উত্তেজনা ছড়ায়। যেহেতু প্রায়ই ৯৭ বছর বয়সী অভিনেতার অসুস্থতার খবর প্রকাশ্যে আসে তাই তাঁর সুস্থতার আশা করে কমেন্ট করেছেন অনেকেই। 

Follow Us:
Download App:
  • android
  • ios