সংক্ষিপ্ত

  • 'প্রস্থানম' ছবির অভিনেতা সত্যজিৎ দুবের মা করোনা পজিটিভ।
  • মায়ের করোনা আক্রান্ত হওয়া নিয়ে মুখ খুললেন অভিনেতা। 
  • আপাতত বোনের সঙ্গে আইসোলেশনে রয়েছেন তিনি।

সঞ্জয় দত্তের সহ অভিনেতা সত্যজিৎ দুবের মা করোনায় আক্রান্ত। সম্প্রতি সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে খবরটি প্রকাশ্যে আনেন অভিনেতা। গত বৃহস্পতিবার থেকে মাইগ্রেন অ্যাটাক, জ্বর, শরীরের বিভিন্ন পেশিতে ব্যাথা অনুভব করেছিলেন সত্যজিতের মা। তারপরই পরীক্ষায় করোনা পজিটিভ ধরা পড়েন তিনি। আপাতত হোম আইসোলেশনে রয়েছেন সত্যজিৎ এবং তাঁর বোন। অভিনেতার কথায়, এখনও পর্যন্ত তাঁদের মধ্যে করোনার কোনও লক্ষণ দেখা দেয়নি। সতর্কতার কারণেই হোম আইসোলেশনে সমস্ত নিয়ম মেনে চলছেন তাঁরা। তিনি এও জানান, সঞ্জয় দত্ত চেষ্টা করেছিলেন বলেই হাসাপাতালে বেড ফাঁকা পেয়েছেন।

আরও পড়ুনঃ'রামের ঐশ্বরিক মূর্তিকে ভাঙার চেষ্টা করা হচ্ছে', বিবিসির 'রামায়ণ' কিনতে চাওয়া নিয়ে মুখ খুললেন রামানন

তিনি লেখেন, "মায়ের সঙ্গে প্রতি সময় কথা হচ্ছে আমাদের। ফোনে অথবা ভিডিও কল প্রায়সই কথা হচ্ছে। মা মানসিক ভাবে বেশ ভালই আছেন। আমরা আমাদের পরিবারের সদস্য, প্রতিবেশিদের কাছে কৃতজ্ঞ। তারা আমাদের নিঃস্বার্থভাবে সাহায্য করে গিয়েছেন। মানসিকভাবেও যথেষ্ট সাহায্য করেছেন আমাদের। এই মহামারীর মধ্যে কেউ এভাবে সাহায্য করবে এটা সত্যি আশা করিনি। তবে একজন নয়, প্রত্যেক প্রতিবেশি, যেখানে থাকি সেই এলেকার প্রত্যেকটি মানুষ আমাদের বিপদে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে।"

আরও পড়ুনঃ'রিল্যাক্স আমি এমএলএ নই', বাংলার দিকে চোখ তুলে তাকাতে বলায় কী জবাব দিলেন নুসরত

View post on Instagram
 

নানাবতি হাসপাতালে চলছে সত্যজিতের মায়ের চিকিৎসা। সত্যজিৎ সবরকম তথ্যই সোশ্যাল মিডিয়া মারফত সকলের কাছে পৌঁছে দিচ্ছেন। প্রসঙ্গত, বলিউডে শাহরুখ খানের প্রযোজনায় অলওয়েজ কভি কভি ছবির হাত ধরে ডেবিউ করেন সত্যজিৎ। তারপর তাঁকে বাঙ্কে কি ক্রেজি বারাত, কেরি অন কুট্টন, লাভ অন দ্য রকসে অভিনয় করতে দেখা যায়। লকডাউনের আগে তাঁকে শেষবার দেখা গিয়েছিল সঞ্জয় দত্তের সঙ্গে প্রস্থানম ছবিতে। ছবিতে অভিনয় করেছিলেন মনীষা কৈরালা, আলি ফজল, আমাইরা দাস্তুর সহ অনেকে।

আরও পড়ুনঃসাবধান, করোনা আতঙ্কের মধ্যে এই কাজ করলেই হতে পারে জেল

আরও পড়ুনঃকী করে করোনার হাত থেকে রক্ষা করবেন আপনার বাড়ির বয়স্ক সদস্যদের, রইল তারই টিপস

আরও পড়ুনঃশরীরে কীভাবে থাবা বসায় করোনা, জানালেন বিশেষজ্ঞরা