সংক্ষিপ্ত
মাদক মামলায় ইডি-র তলবের মুখে এবার বাহুবলী-র বল্লালদেব খ্যাত রানা দুগ্গুবাতি । ২০১৭ সালের এক মামলার জিজ্ঞাসাবাদের জন্য রানা দুগ্গুবাতি সহ মোট ১২ জন অভিনেতাকে তলব করেছে ইডি।
মাদক মামলায় ইডি-র তলবের মুখে এবার বাহুবলী-র বল্লালদেব খ্যাত রানা দুগ্গুবাতি । বুধবার মাদক মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট-র অফিসে ইডি-র দফতরে হাজিরা দিলেন বাহুবলী-র বল্লালদেব। উল্লেখ্য, এই তালিকায় আগেই লিস্টে এসেছেন রকুল প্রীত সিং সহ একাধিক অভিনেতা।
প্রসঙ্গত, ২০১৭ সালে তেলেঙ্গানাতে ৩০ লক্ষ টাকার মাদক আটক করে পুলিশ। এই মামলায় হায়দরাবাদের আবগারি বিভাগের তরফে একটি মামলা রুজু করা হয়। আর্থিক তছরুপের মামলায় তদন্তে নামে ইডি। শুরু হয় একাধিক দক্ষিণী অভিনেতার বিরুদ্ধে তদন্ত। আর এবার ২০১৭ সালের ওই মামলার জিজ্ঞাসাবাদের জন্য রানা দুগ্গুবাতি সহ মোট ১২ জন অভিনেতাকে তলব করেছে ইডি। ওই বারো জন দক্ষিণী অভিনেতাকে ডেকে পাঠানো হয়েছে তাঁদের মধ্যে রকুল প্রীত সিং এং রাণা দুগ্গুবাতি ছাড়াও রয়েছে পুরী জগন্নাথ, রবি তেজা, চার্মি কৌর, মুমাইথ খানের মতো তারকারা।
আরও পড়ুন, CBI-ED-র তলবের মুখে ফের পার্থ-অভিষেক, উপনির্বাচনের মুখে চাপ বাড়ল কি তৃণমূলে
এই মামলার ৩১ অগস্ট পুরী জগন্নাথ, ৩ সেপ্টেম্বর রকুল প্রীত সিং ইডির দফতরে হাজিরা দেন। আর ৮ সেপ্টেম্বর বুধবার অর্থাৎ এদিন ইডি-র অফিসে হাজিরা দিলেন বাহুবলী-র বল্লালদেব খ্যাত রানা দুগ্গুবাতি। উল্লেখ্য, ৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার ইডি-র দফতরে হাজিরা দিতে বলা হয়েছে রবি তেজাকেও।উল্লেখ্য, ইডি-র তরফে জানানো হয়েছে যে, এইমুহূর্তে কোনও প্রমাণ না থাকার জন্য এবার শুধু সাক্ষী রূপেই রকুল প্রীত সিং এবং রানা দুগ্গুবাতিদের তলব করা হয়েছে।
আরও পড়ুন, ভাইরাসের ভয় নেই তেমন এখানে, ঘুরে আসুন ভুটানে
আরও দেখুন, মাছ ধরতে ভালবাসেন, বেরিয়ে পড়ুন কলকাতার কাছেই এই ঠিকানায়
আরও পড়ুন, রাজ্য়ের সর্বনিম্ন সংক্রমণ এই জেলায়, বৃষ্টিতে হারাতেই পারেন পুরুলিয়ার পাহাড়ে
আরও দেখুন, বৃষ্টিতে বিরিয়ানি থেকে তন্দুরি, রইল কলকাতার সেরা খাবারের ঠিকানার হদিশ
আরও দেখুন, কলকাতার কাছেই সেরা ৫ ঘুরতে যাওয়ার জায়গা, থাকল ছবি সহ ঠিকানা
আরও পড়ুন, বনগাঁ লোকাল নয়, জাপানে ঠেলা মেরে ট্রেনে তোলে প্রোফেশনাল পুশার, রইল পৃথিবীর আজব কাজের হদিস