ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ৪০০টি অ্যাপ্রেন্টিস পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে। আবেদনের শেষ তারিখ ১০ জানুয়ারি ২০২৬। পশ্চিমবঙ্গ সহ সারা ভারতে এই নিয়োগ হবে, যেখানে প্রার্থীদের স্নাতক ডিগ্রি এবং নির্দিষ্ট বয়সসীমার মধ্যে থাকতে হবে।
চাকরি প্রার্থীদের জন্য দারুণ খবর। বছরের শুরুতে মিলল কাজের সুযোগ। যারা দীর্ঘদিন ধরে সরকারি চাকরি খুঁজছেন তারা এবার পাবেন সুযোগ। নিয়োগ হবে ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে। প্রায় ৪০০টি পদে হবে নিয়োগ। আবেদনের শেষ দিন ১০ জানুয়ারি ২০২৬। ডিসেম্বরের শেষ থেকে চলছে আবেদন প্রক্রিয়া। ব্যাঙ্কের কাজে আগ্রহী হলে আজই আবেদন করুন।
শূন্যপদ
ব্যাঙ্ক অফ ইন্ডিয়া-র পক্ষ থেকে জারি করা হয়েছে বিজ্ঞপ্তি। ব্যাঙ্কে মোট ৪০০টি পদে হবে নিয়োগ। নিয়োগ করা হবে অ্যাপ্রেন্টিস পদে। পশ্চিমবঙ্গের জন্য মোট শূন্যপদ ৪০টি। হাওড়া ডিভিশনে ১০টি, কলকাতা ডিভিশনে ১০টি, শিলিগুড়ি ডিভিশনে ২০টি শূন্যপদ আছে।
যোগ্যতা
ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় নিয়োগ হবে অ্যাপ্রেন্টিস পদে। এই পদে আবেদন করতে হলে সবার আগে ভারতীয় নাগরিক হতে হবে। তাছাড়া যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনও বিষয় স্নাতক ডিগ্রি বা কেন্দ্রীয় সরকার দ্বারা স্বীকৃত যে কোনও সমমানের যোগ্যতা থাকতে হবে।
বয়সের সীমা
ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় নিয়োগ হবে অ্যাপ্রেন্টিস পদে। প্রার্থীদের এখানে আবেদন করার জন্য ১/১২/২০২৫ তারিখ অনুসারে সর্বনিম্ন ২০ এবং সর্বোচ্চ ২৮ বছর বয়স হতে হবে। তেমনই সংরক্ষিতদের জন্য আছে বিশেষ ছাড়।
বেতন
এখানে প্রতি মাসে ১৩ হাজার টাকা করে স্টাইপেন্ড দেওয়া হবে। যার মধ্যে ব্যাঙ্ক দেবে ৮,৫০০ টাকা আর কেন্দ্র দেবে ৪,৫০০ টাকা।
নিয়োগ পদ্ধতি
এই সকল পদে আবেদন করতে পারেন অনলাইনে। এর জন্য দিতে হবে লিখিত পরীক্ষা। তাতে ১০০টি প্রশ্ন থাকবে। যারা উত্তীর্ণ হবেন তাদের স্থানীয় ভাষায় পরীক্ষা দিতে হবে। সেই অনুসারে মেধা তালিকা প্রকাশ করা হবে। তাদেরকে ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশনর মাধ্যমে সরাসরি নিয়োগ করা হবে।
আবেদন পদ্ধতি
সবার আগে ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ওয়েবসাইটে যান। সেখানে রেজিস্ট্রেশন করুন। তারপর নিজের সকল ব্যক্তিগত তথ্য পূরণ করুন। দরকারি ডকুমেন্ট-সহ আপলোড করে দিন। সব শেষে জমা দিন ফি।


