বেশ কয়েক সপ্তাহ বিশ্ব জুড়ে করোনাভাইরাসের (Coronavirus) সংক্রমণের হার ছিল অনেকটাই কম। আর সেই কারণে মহামারির বিপদ কেটে গেছে বলে ধরে নিয়েছিল বিশ্ব। প্রায় সবকটি দেশই লকডাউন (Lockdown) শিথিল করে অর্থনৈতিক কার্যক্রম শুরু করেছিল। কিন্তু বেশ কয়েক সপ্তাহ পর নতুন করে চিন, আমেরিকাসহ বিশ্বের একাধিক দেশেই কোভিড-১৯ (COVID-19) সংক্রমণের প্রাদুর্ভাব শুরু হয়েছে। যা বাড়িয়ে দিয়েছে উদ্বেগ। হংকং, ব্রিটেন ও দক্ষিণ কোরিয়াও কোভিডের বিরুদ্ধে সতর্ক হয়েছে নতুন করে বিধিবনিষেধ আরোপের পথে হাঁটছে। ভারতের স্বাস্থ্য মন্ত্রক ইতিমধ্যে সবকটি রাজ্যকে চিঠি লিখে সতর্ক করেছে। সংক্রমণ রুখতে নতুন করে বিধিনিষেধ আরোপের কথাও বলেছে। চিনের সেন্টার ফর ডিজিড কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের একটি সমীক্ষা চালিয়ে করোনার প্রাদুর্ভাব বেড়েছে বলেও জানিয়েছে। তাই মাক্স জরুরি বলে ঘোষণা করা হয়েছে। নিরাপদ সামাজিক দূরত্ব বজায় রেখে চলা ফেরার নির্দেশ দেওয়া হয়েছে চিনা নাগরিকদের।