সামাজিক দূরত্ব কতটা প্রতিরোধ করছে করোনাভাইরাস-কে, দেখে নেওয়া যাক বিভিন্ন দেশের ছবিটাকরোনাভাইরাসের বিস্তার প্রতিহত করতে ভারতে ২১ দিবনের লকডাউন আরও দুই সপ্তাহের জন্য বাড়ানো হচ্ছে। মমানুষের দুর্ভোগ আরও বাড়ছে। কিন্তু, বিশ্বজুড়ে বিশেষজ্ঞরা বলছেন এছাড়া গতি নেই। লকডাউনে বাড়িতে থাকতে হবে মানুষকে, সরকারের পক্ষ থেকে পরীক্ষা করে চিহ্নিত করতে হবে আক্রান্তদের, তারপর তাদের বিচ্ছিন্ন করে চিকিৎসা করা। এভাবেই আটকানো যাবে করোনার বাডড়বাড়ন্ত। কতটা কার্যকর হচ্ছে এই পদ্ধতি, দেখে নেওয়া যাক কয়েকটি দেশের পরিসংখ্যান -