গ্রুপের ইংল্যান্ড ম্যাচে গোটা পাকিস্তান সমর্থন করেছিল ভারতকে সেই ম্যাচে ভারত হারার পর থেকেই পাকিস্তানিরা চটেছেন সেমিফাইনালে ভারত হেরে যাওয়ার পর তাই তারা খুশি পাক মন্ত্রী জানালেন তাদের নতুন প্রেমের কথা 

গ্রুপের খেলা যখন চলছিল, তখন ইংল্যান্ড ম্যাচে একেবারে গোটা পাকিস্তান সমর্থন করেছিল ভারতকে। ভারত ওই ম্যাচে জিতলে পাকিস্তানের সামনে জয়ের সেমিফাইনালে যাওয়ার আশা থাকত। কিন্তু ভারত হারার পর থেকেই পাকিস্তানিরা বড় চটেছেন। ভারত ইচ্ছে করে ম্যাচ ছেড়ে দিয়েছে, এমন আজগুবি অভিযোগও তুলেছে।

ভারত সেমিফাইনালে হেরে যাওয়ায় এখন কিছুটা হলেও ষেন স্বস্তি রপেয়েছে তারা। আর সেটা গোপনও করছেন না তাঁরা। সাধারণ মানুষ থেকে একেবারে মন্ত্রীরাও ভারতের বারে খুশির প্রতিক্রিয়া জানিয়েছেন। পাকিস্তানের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফাওয়াদ চৌধুরি যেমন ভারতের হারের পরই জানিয়েছেন পাকিস্তানিদের নয়া মহব্বত হল নিউজিল্যান্ড ৷

আরও পড়ুন - ভারত-পাকিস্তান - '৪৭-এ ভাগ করেছিল ইংরেজরা, বিশ্বকাপে মিলিয়ে দিল তারাই

আরো পড়ুন - চাচার পথেই ভাইপো! ইমামের জন্য লর্ডসে ফিরল ইনজামামের টিটকিরি

আরও পড়ুন - সেমিতে না থেকেও আছেন পাকিস্তানিরা! নাহলে বিদ্রুপ-হাসাহাসি হবে কাদের নিয়ে, দেখুন

কিন্তু ভারতের কাটা ঘায়ে নুনের ছিটে দেওয়ার এই চেষ্টা করতে গিয়ে নিজেই হাসির পাত্র হয়ে উঠলেন তিনি। কারণ ইংরাজিতে লেখা সেই টুইটে তাঁদের নতুন প্রেম নিউজিল্যান্ডের নামের বানানটাই ভুল লিখেছেন।

Scroll to load tweet…
Scroll to load tweet…

এখানেই থামেননি ফাওয়াদ। এক পাক ভক্ত ধোনিকে চরম অপমনান করে এখটি টুইট করেছিলেন। তাঁর অদ্ভুত অভিযোগ ধোনি নাকি ক্রিকেটে পক্ষপাতের সংস্কৃতি আমদানি করেছেন। এই টুইটটি আবার রিটুইট করে সমর্থন প্রকাশ করেছেন ফাওয়াদ। 

Scroll to load tweet…