সংক্ষিপ্ত

  • করোনার কারণে বিগ ব্যাশের ভবিষ্যৎ নিয়েও তৈরি হয়েছিল জল্পনা
  • অবশেষে ২০২০-২১ মরসুমে বিবিএলের ক্রীড়াসূচি ঘোষণা করা হল
  • ২ ডিসেম্বর থেকে শুরু, ৬ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে বিবিএলের খেলা
  • একইসঙ্গে ঘোষণা করা হয়েছে মেয়েদের বিবিএলের ক্রীড়াসূচিও
     

বিশ্বের বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগগুলির মধ্যে অন্যতম জনপ্রিয় বিগ ব্যাশ লিগ। করোনা আবহে চলতি লছরে বিগ ব্যাশ লিগের ভবিষ্যৎ নিয়েও তৈরি হয়েছিল জল্পনা। এমনিতেই করোনা ভাইরাস মহামারীর কারণে ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। এই পরিস্থিতিতে বিগ ব্যাস লিগ না হলে ক্ষতির পরিমাণ আরও বাড়ত। অবশেষে এই বিগ ব্যাশ লিগের ক্রীড়াসূচি ঘোষণা করল ক্রিকেট অস্ট্রেলিয়া। ভারত-অস্ট্রেলিয়া সিরিজিরে মাঝেই শুরু হতে চলেছে অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগের।

আরও পড়ুনঃশুধু বিশ্বকাপই নয়, বাতিল হতে পারে ভারত-অস্ট্রেলিয়া টি২০ সিরিজও

বিগ ব্যাশের মোট ৬১ ম্যাচের ক্রীড়াসূচি ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। ক্রীড়াসূচি অনুযায়ী আগামী ২ ডিসেম্বর অ্যাডিলেড স্ট্রাইকার্স বনাম মেলবোর্ন রেনিগেডসের মধ্যে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বিবিএলের দশম সংস্করণ। অ্যাডিলেড ওভালে অনুষ্ঠিত হবে উদ্বোধনী ম্যাচ। আগামী বছর ৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের মেগা ফাইনাল। একইসঙ্গে মেয়েদের বিবিএলের সূচিও প্রকাশ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। ১৭ অক্টোবর-২৯ নভেম্বর অনুষ্ঠিত হবে মেয়েদের প্রিমিয়র এই টি২০ ক্রিকেট ইভেন্ট। একইসঙ্গে শুরু হলেও অ্যাডিলেডে ভারত-অস্ট্রেলিয়া দিন-রাতের টেস্টের জন্য ১১-১৫ ডিসেম্বর বন্ধ থাকবে টুর্নামেন্টের ম্যাচ।

আরও পড়ুনঃপ্রকাশ্যে বিসিসিআইয়ের আইপিএল ব্লু প্রিন্ট, সম্ভবত আরবেই বসছে কোটিপতি লিগের আসর

আরও পড়ুনঃধোনির প্রশংশায় গ্যারি কার্স্টেন, মন ছুঁয়ে যাওয়া এক ঘটনাও জানালেন প্রাক্তন ভারতীয় কোচ

বিবিএল প্রধান আলিস্টের ডবসন জানিয়েছেন, ‘জনসাধারণের প্রতি স্বাস্থ্য নির্দেশিকা এবং সরকারি সমস্তরকম গাইডলাইন মেনে আমরা জনসাধারণ, ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফদের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করব।’ তবে টুর্নামেন্ট শুরু হওয়ার আগে অবধি নিয়মিত দেশের করোনা পরিস্থিতি খতিয়ে দেখা হবে। অবস্থার অবনতি হলে প্রয়োজনে সূচিতে বদল আনতেই পারে ক্রিকেট অস্ট্রেলিয়া। বিগ ব্যাশের ক্রীড়াসূচি ঘোষণা হওয়ায় খুশি অস্ট্রেলিয়া সহ বিশ্ব জুড়ে ক্রীড়া প্রেমিরা।