ছুটিতে আছেন মহেন্দ্র সিং ধোনি গাড়ি নিয়ে ঘুড়ছেন রাঁচির বিভিন্ন রাস্তায় এর মাঝেই ভক্তের ডাকা সাড়া দিলেম মাহি অটোগ্রাফ দিলেন মোটরবাইকে

দিন দুয়েক আগে রাঁচিতে একটা ছোট্ট ঘটনা মন কেড়ে নিল ধোনি ভক্তদের। মাহি এখন ছুটিতে আছে। রাঁচি শহরে মাঝে মধ্যে দেখাও যায় তাঁকে। এমন ভাবেই ধোনিকে দেখতে পেয়ে তাঁর কাছে অটোগ্রাফ চেয়েছিলেন এক ভক্তি। ধোনি ভক্তকে ফেরাননি। অটোগ্রাফ দিলেন এবং সেই অটোগ্রাফটা স্মরণীয়ও করে রাখলেন। হাতে পেল নিয়ে মাহি এগিয়ে গেলেন ভক্তের মোটরবাইটের দিকে। জ্বালানি ট্যাঙ্কের ওপর দিলেন নিজের অটোগ্রাফ। গোটা ঘটনাই ধরা ছিল আরেক ধোনি ভক্তের মোবাইলে। যে ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। 

আরও পড়ুন - দিন রাতের টেস্টের আগে প্রস্তুতি ম্যাচ, চিমটি কাটা মন্তব্য বাংলা কোচের

Scroll to load tweet…

Scroll to load tweet…

ধোনির বাইট প্রীতির কথা সবাই জানেন। বিশ্বজয়ী অধিনায়েকর গ্যারাজে আছে একাধিক নামিদামি বাইক। ক্রিকেট মাঠেও ধোনিকে একাধিকবার দেখা গেছে বাইক নিয়ে। পাশাপাশি এখন ধোনির সংগ্রহে এসেছে নতুন একটি গাড়ি। সেই গাড়ি নিয়ে রাঁচির রাস্তায় মাঝে মধ্যেই বেড়িয়ে পরছেন ধোনি। ভারত - দক্ষিণ আফ্রিকা টেস্টের শেষ দিনও এই গাড়ি নিয়েই মাঠে গিয়েছিলেন তিনি। 

আরও পড়ুন - দক্ষিণ আফ্রিকাকে পাকিস্তানে খেলতে আমন্ত্রণ পিসিবির, বল বিকৃতি কাণ্ডে পাক ক্রিকেটার

Scroll to load tweet…

ছুটি কাটিয়ে কবে তিনি মাঠে ফিরবেন তা নিয়ে কৌতুহলের অন্ত নেই। কিন্তু ধোনি আছেন নিজের মেজাজেই। পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন। কে বলতে পারে ধোনি হয়তো গোপনে অনুশীলনও শুরু করেছেন জাতীয় দলের ফিরে আসার জন। 

আরও পড়ুন - দিল্লিতে জরুরি অবস্থা, রোহিতের আশ্বাসে চিন্তা মুক্ত মহারাজ