সংক্ষিপ্ত

  • প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের দিনই সচেতনতার বার্তা দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়
  • করোনা মোকাবিলায় দেশবাসীকে ঘরে থাকার পরামর্শ দিলেন সৌরভ
  • সামাজিক দূরত্ব বজায় রাখার অনুরোধও জানালেন বিসিসিআই প্রেসিডেন্ট
  • করোনায় বিরুদ্ধে সকলকে এক হয়ে লড়াইয়ের ডাক দিলেন প্রাক্তন ভারত অধিনায়ক
     

রোনা পরিস্থিতি মোকাবিলায় শক্রবারই দেশের ৪০ জন ক্রীড়াবিদদের নিয়েও বৈঠক করেছেন প্রধামমন্ত্রী। বৈঠকে ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়, বিরাট কোহলি, সচিন তেন্ডুলকর, মেরি কমের মতো ব্যক্তিত্বরা। বিশ্বব্যাপী মহামারি পরিস্থিতি নিয়ে প্রত্যেকের সঙ্গে আলোচনা করেন প্রধানমন্ত্রী। করোনা নিয়ে সচেতনতা বৃদ্ধিতে তাঁদের এগিয়ে আসার বার্তা দেন মোদী।  সৌরভ-শচীন-বিরাট ছাড়াও এই ভিডিও কনফারেন্সে ছিলেন পিটি উষা, পুল্লেলা গোপীচাঁদ, বিশ্বনাথন আনন্দ, হিমা দাস, বজরং পুনিয়া, পিভি সিন্ধু, রোহিত শর্মা, বীরেন্দ্র শেহওয়াগ, যুবরাজ সিং এবং চেতেশ্বর পূজারার মতো ক্রীড়াব্যক্তিত্বরা। এই বৈঠকে করোনা ভাইরাস নিয়ে সচেতনতা ও সতর্কতা অবলম্বনের উপর জোর দেওয়া ছাড়া দেশের পরিস্থিতি নিয়েও আলোচনা হয়। সচেতনতা বৃদ্ধিতে ক্রীড়াব্যক্তিত্বদের এগিয়ে আসার কথা বলেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের দিনই করোনা মোকাবিলায় দেশবাসীর উদ্দ্যেশ্যে সচেতনতার বার্তা দিলেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়।

আরও পড়ুনঃ৪০ জন ক্রীড়া ব্যক্তিত্বের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

আরও পড়ুনঃদেশবাসীকে প্রধানমন্ত্রীর নির্দেশ মেনে চলার আহ্বান রবি শাস্ত্রী ও হরভজন সিংয়ের

এর আগেও একাধিকবার সামাজিক সচেতনতার বার্তা দিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যা। শুক্রবার আরও একবার করোনা মোকাবিলায় দেশবাসীকে  ঘরে থাকার পাশাপাশি  সামাজিক দূরত্ব মেনে চলারও আর্জি জানান সৌরভ গঙ্গোপাধ্যায়। একটি ভিডিও টুইটে সৌরভ বলেন, ‘‘ঘরে থাকুন এবং রোগ প্রতিরোধ ক্ষমতা রাখুন। মনে রাখবেন সামাজিক দূরত্বই এখন একাত্ম থাকার মূল মন্ত্র এবং সব থেকে গুরুত্বপূর্ণ করোনাভাইরাসের বিরুদ্ধে এই লড়াই আমাদের জাতীয় কর্তব্য। হ্যাঁ, এটা কঠিন সময় গোটা বিশ্ব জুড়ে, ভারতে এবং দেশের বিভিন্ন রাজ্যে গুরুত্বপূর্ণ আমরা রুখে দাঁড়াই।''

 

 

সৌরভ সরকারি আধিকারিক, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও পুলিসের ভূমিকার কুর্নিশ জানান। এছাড়া বলেন,‘‘প্রধানমন্ত্রী চেষ্টা করছেন, মুখ্যমন্ত্রীরা চেষ্টা করছেন, স্বাস্থ্য বিভাগ চেষ্টা করছে, পুলিশ অসাধারণ কাজ করছে কিন্তু এটা আমাদের উপর আমরা আইসোলেশন মেনে চলব কিনা। এটা আমাদের উপর আমরা ওদের দেখানো পথে চলব কিনা এবং এটা আমাদের উপর যে আআদের সাবধানে থাকতে হবে, সুস্থ থাকতে হবে এবং সব থেকে গুরুত্বপূর্ণ ঘরে থাকতে হবে।মনে রাখবেন, আমরা যদি একসঙ্গে থেকে আমাদের দায়িত্বগুলো পালন করি তাহলে আমরা করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াই করতে পারব।''

আরও পড়ুনঃভাইরাল 'চা-কাকুর' পাশে দাঁড়ালেন বাংলার মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায়