৫ রাজ্যের নির্বাচনে ধরাশায়ী কংগ্রেস
তারপরই অভ্যন্তরীন নির্বাচনের ডাক সনিয়ার
২৩ জুন হবে সভাপতি বাছাইয়ের ভোট
জয় হল দলের বিদ্রোহী গোষ্ঠীরই
পশ্চিমবঙ্গের পাশাপাশি দেশের চার রাজ্যের বিধানসভার ভোট গণনা চলছে। সকাল ৮টে থেকে শুরু হয়েছে গণনা। দুপুর ৪টে পর্যন্ত প্রকাশিত ফলাফল অনুযায়ী প্রায় স্পষ্ট হয়ে গেছে কেরল অসম ও তামিলনাড়ুর ফলাফল। তামিল রাজনীতিতে চালকের আসনে বসেছেন করুণানিধি পুত্র এমকে স্ট্যালিন। বিপক্ষকে ধরায়ীকরে তামিলনাড়ু বিধানসভায় বসতে চলেছেন তিনি।