সোমবারই হরিয়ানার বিধানসভা নির্বাচন। মূল প্রতিদ্বন্দ্বিতা সেই বিজেপি ও কংগ্রেসের মধ্যেই। তবে রাষ্ট্রীয় লোকদল ও জননায়ক জনতা পার্টিও রয়েছে লড়াইয়ে। তবে শুধু দুঁদে রাজনীতিকরাই নন, এবারের ভোটে হরিয়ানায় প্রার্থী হয়েছে প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন মহিলা বক্সার থেকে টিকটক তারকাও। আছে গৃহযুদ্ধ, দল ছেড়ে দিয়ে ফের দলে ফিরে আসা প্রার্থীরাও। ভোটের আগের দিন একনজরে চিনে নেওয়া যাক তাঁদের।