মুর্শিদাবাদের সাগরদিঘিতে উপনির্বাচন। তৃণমূলের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছে বিজেপি ও বাম-কংগ্রেস জোট। তৃণমূল কংগ্রেসের প্রতীকে জিতে মন্ত্রী হওয়া সুব্রত সাহার মৃত্যুর কারণে উপনির্বাচান। ১৯৫০ সালের গো়ড়ার দিকে এই কেন্দ্র কংগ্রেশের শক্তঘাঁটি ছিল। ১৯৮৭ সাল থেকে সিপিআই(এম) সাগরদিঘি কেন্দ্রে প্রভাব বিস্তার করতে শুরু করে। পরিবর্তনের হাওয়া মুর্শিদাবের সাগরদিঘিতেই প্রথম লেগেছিল ২০১১ সালে। সেই সময় থেকেই এটি তৃণমূলের খাসতালুক। নির্বাচন কমিশন অবাধ আর সুষ্ঠু নির্বাচনের জন্য ৩০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করেছে। সোমবার সাগরদিঘির সঙ্গে কেন্দ্র শাসিত অঞ্চল লক্ষদ্বীপেও উপনির্বাচন হবে। এছাড়াও অরুণাচল প্রদএশের লুমলা, ঝাড়খণ্ডের রামগড়, তামিলনাড়ুর এরোডে, উপনির্বাচন অনুষ্ঠিত হবে। ২ মার্চ হবে ফল প্রকাশ।