বুধবার রাজ্যে দ্বিতীয় দফার ভোট। ৪ জেলার ৩০ আসনে কড়া নিরাপত্তায় ভোটগ্রহন। এদিন গোসাবা, পাথরপ্রতিমা, কাকদ্বীপ,সাগ, তমলুক, পাশকুড়া পূর্ব, পাসকুড়া পশ্চিম, ময়না, নন্দকুমার, মহিষাদল, হলদিয়া, নন্দীগ্রাম, চন্ডীপুর, খড়গপুর সদর, নারায়নগড়, সবং, পিংলা, ডেবরা, দাসপুর, ঘাটাল, চন্দ্রকোনা, কেশপুর, তালডাঙরা, বাঁকুড়া, বড়োজোড়া, ওন্দা, বিষ্ণুপুর, কোতলপুর, ইন্দাস, সোনমুখীতে-এই কেন্দ্র গুলিতে ভোট হবে বুধবার। দ্বিতীয় দফার ভোটের মধ্য়ে সবচেয়ে হেভিওয়েট কেন্দ্র নন্দীগ্রাম। মূলত তৃণমূল ছেড়ে বিজেপি যোগ দেওয়ার পর হেভিওয়েট নন্দীগ্রামের প্রার্থী হিসেবে এবার দাড়িয়েছেন শুভেন্দু। আর সেই নন্দীগ্রামেই প্রার্থী আবার তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্য়োপাধ্যায়। স্বাভাবিকভাবেই একুশের ভোটযুদ্ধ এবার অন্যবারের থেকে পুরোটাই আলাদা।