বুধবার নন্দীগ্রামে তাঁর ওপর হামলা চালান হয়েছিল বলে অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন চার থেকে পাঁচ জন তাঁকে হেনস্থা করেছে। তিনি মাথায় আর পায়ে গুরুতর চোট পেয়েছেন। বুধবার রাতে তাঁর নির্বাচনী কেন্দ্র নন্দীগ্রামে থেকে বৃহস্পতিবার সকালে তাঁর কলকাতায় ফেরার কথা ছিল। কিন্তু গুরুতর আঘাত পাওয়ায় তিনি এদিন রাতেই কলকাতায় ফিরছেন। গ্রিন করিডোর করে তাঁকে সড়ক পথে নিয়ে আসা হচ্ছে কলকাতায়। এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হয়েছে তাঁকে। সূত্রের খবর সেখানেই হবে প্রাথমিক চিকিৎসা। আগেই সেখানে পৌঁছে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ও অরূপ বিশ্বাস। মমতা বন্দ্যোপাধ্যায়ের আরোগ্য কামনা করে সোশ্যাল মিডিয়ায় বার্তা দিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল, তেজস্বী যাদবরা। কিন্তু বিজেপি হামলার অভিযোগ অস্বীকার করে তদন্তের দাবি জানিয়েছে।