পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন নিয়ে এখন রাজ্যে সাজো সাজো রব। প্রত্যেকটি দলই দারুণভাবে প্রস্তুতি নিচ্ছে নির্বাচন লড়ার। তৃণমূল কংগ্রেস, বিজেপি, সংযুক্ত মোর্চা - প্রতিটি পক্ষই হয় সম্পূর্ণ প্রার্থী তালিকা প্রকাশ করেছে, আর নয়তো অন্তত কয়েকটি আসনের জন্য প্রাদের নাম জানিয়েছে। আর এরমধ্যে হঠাৎ করেই কেমন চুপ মেরে গিয়েছেন আসাদুদ্দিন ওয়াইসি এবং তাঁর দল এআইমিম। অথচ, বিহার নির্বাচনের পর বাংলায় প্রার্থী দেবেন বলে রাজ্যের অনেক রাজনৈতিক নেতার কপালেই ভাঁজ ফেলে দিয়েছিলেন ওয়াইসি। তাহলে কি আইএসএফ-এৎ উত্থানে পিছিয়ে গেল এআইমিম, না কি অন্য কোনও ভাবনা চলছে ওয়াইসির মাথায়?