Election in Karnataka: ১০ মে কর্ণাটক বিধানসভা নির্বাচন। ২২৪ আসনের কর্ণাটক বিধানসভায় কংগ্রেস, বিজেপি ও জেডিএসই মূল প্রতিদ্বন্দ্বী। কর্ণাটকের ভোটার ৫.২ কোটি। যারমধ্যে এই প্রথম ভোট দেবেন ৯ লক্ষ ১৭ হাজার। ভোট গণনা আগামী ১৩ মে। এবারের ভোট মূলত লড়াই তিনটি দলের মধ্যে- বিজেপি, কংগ্রেস ও জনতা দল সেকুলার। ২২৪ আসনের কর্ণাটক বিধানসভায় সরকার গঠনের ম্যাজিক ফিগার ১১৩। গত বিধানসভা নির্বাচনে এই ম্যাজিক ফিগারের গণ্ডি পার হতে গিয়েই ঘাম ঝরেছিল বিজেপি কংগ্রেস দুই রাজনৈতিক দলের। সংখ্যার খেলায় দুই দলই একে অপরকে টক্কর দেওয়ার মরিয়া প্রয়াস করেছিল। কর্ণাটক জয়ের লক্ষ্যে একাধিকবার কর্ণাটক সফর করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রোড শো থেকে জনসভায় প্রায় চষে ফেলেছেন গোটা কর্ণাটক রাজ্য। একের পর এক সভায় মোদী নিশানা করেছেন প্রতিপক্ষ কংগ্রেস ও জেডিএসকে। জমি ছাড়েনি কংগ্রেসও। রাজ্যে জোরালো প্রচার করে গিয়েছেন অসুস্থ সোনিয়া গান্ধীও।