এবার পুজোয় ভক্তদের জন্য থাকছে ফকিরার তরফ থেকে দারুন চমক।আগামী পুজোয় ফকিরার দ্বিতীয় অ্যালবাম, মিউজিক ভিডিও এবং ওয়েবসাইট একসাথে লঞ্চ করছে মার্কেটে। আগামী ১৬ সেপ্টেম্বর,টপক্যাট সিসিইউ-তে প্রকাশ পাবে তাদের দ্বিতীয় অ্যালবাম, মিউজিক ভিডিও এবং ওয়েবসাইট।