সংক্ষিপ্ত
কেকের মৃত্যুতে প্রথম থেকেই দায়ী করা হয়েছে অনুষ্ঠানের উদ্যোক্তাদের গাফিলতিকে। কিন্তু সেটি নাকি পুরোটাই বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্র, দাবি অভিজিৎ ভট্টাচার্য্যের।
কলকাতার নজরুল মঞ্চে অনুষ্ঠানের অব্যবহিত পরেই বলিউডের জনপ্রিয় গায়ক কেকে-র অকালমৃত্যুতে এখনও ক্ষোভে ফুঁসছে গোটা দেশ। অনুষ্ঠানের উদ্যোক্তাদের গাফিলতিকে, অনেক বেশি দর্শকদের প্রবেশকে এবং মঞ্চের রক্ষণাবেক্ষণকে কেকের অস্বাভাবিক মৃত্যুর জন্য দায়ী করা হচ্ছে। বলিউডের অন্যতম জনপ্রিয় গায়ক বাংলারই ছেলে অভিজিৎ পঁচিশ বছর ধরে কলকাতায় অনুষ্ঠান করছেন। তিনি নিজেও একাধিক বার অনুষ্ঠান করেছেন নজরুল মঞ্চে। এবিষয়ে তার মতামত জানতে চাওয়া হলে তিনি বলেন, ' আসলে এটা একটা চক্রান্ত, বাংলাকে বদনাম করার। কেকে-র মৃত্যু নিয়ে নোংরামো হচ্ছে, রাজনীতি হচ্ছে। এটা এখনই বন্ধ হওয়া উচিত। একটা পুরনো ঘটনার কথা বলি তা হলে। মুকেশজি আর লতাজির অনুষ্ঠান ছিল সে দিন। মুকেশজি অনুষ্ঠান শেষ করে হোটেলে গেলেন আর সেখানেই লুটিয়ে পড়লেন। কই সে দিন তো কেউ স্টেজ নিয়ে কথা বলেনি, উদ্যোক্তাদের দিকে আঙুল তোলেনি! ' নজরুল মঞ্চ সম্পর্কে নিজের অভিজ্ঞতার কথা ভাগ করে নিয়েছেন গায়ক, ' আমি ২৫ বছর ধরে নজরুল মঞ্চে অনুষ্ঠান করছি। তখন তো এত ভাল অবস্থাও ছিল না। বৃষ্টি হলে ভিতরে জল আসত। এসিও ছিল না। তার মধ্যেই অনুষ্ঠান করতাম। আমরা পাওয়ার প্যাক অনুষ্ঠান করি, মাথার উপর চড়া আলো, আওয়াজ, ভিড়, গরম এই সব কিছুর সঙ্গেই আমরা অভ্যস্ত। এতে আমাদের শরীরের কোনও ক্ষতি হয় না।'
কেকের মৃত্যু নিয়ে নজরুল মঞ্চের ব্যবস্থাপনাকে দায়ী করার প্রসঙ্গে অভিজিৎ এর মতামত, ' অতিরিক্ত ভিড় নিয়ে কথা হচ্ছে এখন। আমরা তো চাই আমাদের অনুষ্ঠানে ভিড় উপচে পড়ুক আমাদের গান শুনে লোকে নাচানাচি করুক। ‘ওভার ক্রাউডেড’ নয়, একে ক্রেজ বলে। এটাই তো শিল্পীরা চায়। গান, নাচ, আলোর মধ্যে দরদর করে ঘামি। এটাই আমাদের তৃপ্তি দেয়। এখানে এসি কাজ করছে কী করছে না, সেটা গ্রাহ্য হয় না।' তিনি আরও বলেন, ' নজরুল মঞ্চ এখন অনেক ভাল হয়েছে। সারা ভারতে অনুষ্ঠানের জন্য সবথেকে ভাল জায়গা বাংলা। এত প্রেক্ষাগৃহ আর কোথাও নেই। নজরুল মঞ্চ তো ওয়ার্ল্ড ক্লাস অডিটোরিয়াম। মুম্বইতে এত জায়গা নেই। মঞ্চে যে ফাইভ স্টার সুযোগ থাকে না, যাঁরা অনুষ্ঠান করেন তারা জানেন। '
আরও পড়ুন:
কেকে- র মৃত্যুতে কাঠগড়ায় শহর কলকাতা, পাশে দাঁড়ালেন বাংলার জামাই সোনু নিগম
'স্বাগতালক্ষ্মী কে?' কেকে- রূপঙ্কর বিতর্কের শিকার বাংলার আর এক সঙ্গীতশিল্পী
কেকে কে নিয়ে করা বিতর্কিত ভিডিও নিয়ে অবশেষে মুখ খুললেন রূপঙ্কর বাগচি।
কেকের মৃত্যুতে অভিজিৎ তার নিয়তিকেই দায়ী করেন। তিনি বললেন , ' কেকে আর আমার ম্যানেজার এক, ডাক্তারও এক। আমরা দু'জনেই হোমিওপ্যাথিতে বিশ্বাস করি। ওঁর কোনও অসুখ ছিল না। থাকতে পারে না। কারণ শরীর সম্পর্কে কেকে খুব সচেতন ছিল। নিয়মিত ব্যায়াম করত। কোনও নেশা ছিল না ওর। কেকে নিজেও কিছু বুঝতে পারেন নি। যা হয়েছে, তাকে নিয়তি ছাড়া কিছুই বলা যায় না।'