এ কী সাজ অভিনেত্রী দর্শনা বণিকের Darshana Banik)। সচারচর অসাধারণ সব পোশাকেই (Dress) দেখা যায় তাঁকে। তাঁর লুক (Look) সবসময়ই নজর কাড়ে নেটাগরিকদের। এবার তবে এক ভয়ঙ্কর লুকে দেখা গেল তাঁকে। ভয়াবহ সাজে ক্যামেরায় ধরা দিলেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় (Social media) শেয়ার করলেন ভিডিও। ভূতের (Ghost) সাজে দেখা গেল অভিনেত্রীকে। তবে তাঁকে ফানি ভূত (funny ghost) বলা যেতেই পারে। ভূতের বেশেই চোখ মারলেন দর্শনা। সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি পোস্ট হতেই তা ঝড়ের গতিতে ভাইরাল হয়ে যায়। ৩১ অক্টোবর ছিল হ্যালোইন। ওইদিনই ভূতের সাজে সেজেছিলেন অভিনেত্রী। পরনে দেখা গেল গিয়েছে তাঁর ধূসর রঙের একটি পোশাক। তবে মুখো ভয়ঙ্কর মেকআপ (Makeup)। আচমকা তাঁকে দেখলে তিনি যে দর্শনা তা বোঝা দায়। এলোমেলো হয়ে রয়েছে চুল, মুখে অজস্র কাটা দাগ, শুষ্ক ঠোঁট, ভয়ঙ্কর এক চেহারা। টিভির পর্দায় দেখা কোনও ভয়ঙ্কর ভূত যেন দর্শনা। এই রকমই ভয়ঙ্কর এক ভূতের বেশে ভিডিও শেয়ার করেছেন দর্শনা।