পরণে ওয়ান শোল্ডার ইলেকট্রিক ব্লু গাউন, হাই থাই স্লিটে উপচে পড়ছে ভরা যৌবন। উন্মুক্ত উরু, শরীরী ভাঁজে নজর কাড়লেও অভিনেত্রী শুভশ্রীর এক্সপ্রেশন দেখে রীতিমতা ঘাবড়ে গেছেন নেটিজেনরা। ভিডিও দেখে রীতিমতো ঘুম উড়েছে ভক্তদের। তারপরই শুরু হয়েছে ট্রোলিং। মেসি হেয়ার,ঠোঁটে গাঢ় অরেঞ্জ লিপস্টিক, কানে লুপ ইয়াররিং, হাতে স্টেটমেন্ট ব্রেসলেট ফ্যাশনে ঝড় তুললেও তার বোল্ড এক্সপ্রেশনে আঁতকে উঠেছেন নেটিজেনরা।