স্ট্যান্ডআপ কমেডির যুগ এখন। যত দিন যাচ্ছে ততই যেন স্ট্যান্ডআপ কমেডিয়ানদের নাম উঠে আসছে সফলতার তালিকায়। তবে এই স্ট্যান্ডআপ কমেডি বহু বছর আগে থেকেই ট্রেন্ডে রেখেছিলেন মীর আফসর আলির কমেডি অনুষ্ঠান মীরাক্কেল। সাধারণ ছেলে-মেয়েদের গতে বাঁধা কেরিয়ার অপশন থেকে সরিয়ে আনতে সাহস যুগিয়েছিল এই অনুষ্ঠান। সেই অনুষ্ঠানই দীর্ঘ চার বছর পর ফিরছে টেলিভিশনের পর্দায়।
যশ দাশগুপ্ত এবং নুসরত জাহানের 'এসওএস কলকাতা'র টিজার মুক্তি পেতেই শোরগোল পড়ে গিয়েছে নেটদুনিয়ায়। অভিনেতা এবং অভিনেত্রীর ভক্তরা ছবিটি নিয়ে বেশ উৎসাহী। লকডাউনের মাঝে সমস্ত নিয়ামবলী মেনেই চলেছিল শ্যুটিং। সেটে কলাকুশলী ছিল কম। সেট থেকে নানা ছবি ভিডি দ্রুতগতিতে ভাইরাল হয়ে চলেছিল নেটদুনিয়ায়। মিমি চক্রবর্তী এই ছবিতে থাকছেন ক্যামিও চরিত্রে।
পুজোর মুখেই খুলে দেওয়া হহচ্ছে সিনেমাহল। কিন্তু একাধিক সতর্কতা মানতে হবে। তার জন্য প্রকাশিত হল নির্দিষ্ট ডাইড লাইন। প্রেক্ষাগৃহে যাওয়ার আগে একবার জেনে নিন, কী কী নতুন দেখতে চলেছেন সিনেমাহলে, যা আগে কখনও হয়নি...