Bengali Cinema
গার্হস্থ্য হিংসার শিকার দীর্ঘদিন ধরে চলে আসছে। তবে লকডাউনে যেন এর মাত্রা বেড়ে দ্বিগুন হয়েছে। শুধু দরিদ্র পরিবারেই নয় বরং উচ্চশিক্ষিত পরিবারেও যৌন নিপীড়ন যেন একটা ট্রেন্ড হয়ে দাড়িয়েছে। দিনের পর দিন তা মুখ বুজে সহ্য করছেন মেয়েরা। আর এটাই হল আমাদের চেনা সমাজ। সংসার করতে গেলে মুখ বুজে অন্যায় সহ্য করে থাকতে হয়, এটাও সমাজেরই শেখানো। কিন্তু এসব শোনার বা বলার দিন শেষ। অনেক সহ্য করেছি কিন্তু আর নয়, ওপার বাংলার সাড়াজাগানো অভিনেত্রী জয়া আহসান মুখ খুললেন গার্হস্থ্য হিংসার বিরুদ্ধে।
Top Stories