বাঙালি অভিনেত্রী ত্রিধা চৌধুরীর জনপ্রিয়তা যেন দিন দিন বেড়েই চলেছে। নেটদুনিয়ায় তাঁকে নিয়ে বাড়ছে উত্তেজনা। সম্প্রতি লকডাউনে এখন থ্রোব্যাকে সম্পূর্ণভাবে মনোসংযোগ দিয়ে ফেলেছেন ত্রিধা। কখনও ঘুরতে যাওয়ার ছবি তো কখনও পুরনো ফোটোশ্যুট নানা ধরণের ছবি শেয়ার করেই কাটছে ত্রিধার কোয়ারেন্টাইন পিরিয়ড। কেবল তাই নয় লকডাউনের মধ্যে যে সকল সোশ্যাল মিডিয়া চ্যালেঞ্জ উঠে এসেছিল সবরকমেই অংশগ্রহণ করে চলেছেন ত্রিধা। লকডাউন শুরু হতেই সোশ্যাল মিডিয়ায় একটু বেশিই অ্যাক্টিভ হয়ে গিয়েছেন অভিনেত্রী।